নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজাকিস্তানে ২৭ তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডাবলস জুটি এবং টিম ইভেন্টে সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায় সঙ্গে কোচ সৌরভ চক্রবর্তী ব্রোঞ্জ পদক জিতে কলকাতা ফিরলেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জী এবং যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত কলকাতা বিমানবন্দরে তাদের সংবর্ধিত করলেন।