মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া:১০২৬ বছরের রীতি মেনে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরের রাজদরবারের অদূরে থাকা মুর্ছা পাহাড় থেকে পরপর গর্জে উঠল কামান। তিন তোপের প্রবল শব্দে সূচীত হল অষ্টমী ও নবমীর মহা সন্ধীক্ষণ। ১০২৬ বছর আগে মল্ল রাজ জগতমল্ল বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ীর মন্দির। ধুমধামে শুরু হয় দেবী আরাধনা। সেই সময় থেকেই শব্দকে ব্রহ্ম জ্ঞান করে বিষ্ণুপুরের রাজ কূলদেবী মৃন্ময়ীর পুজোতে শুরু হয় তোপধ্বনীর রেওয়াজ। কথিত আছে একসময় বিষ্ণুপুরের মৃন্ময়ীর তোপধ্বনীর শব্দ শুনে গোটা মল্লগড়ে শুরু হত সন্ধীপুজো। সময়ের সাথে সাথে তোপের আকার যেমন ছোট হয়েছে তেমনই শব্দদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এখন আর তোপের শব্দ শোনা যায়না সর্বত্র। তবু হাজার বছরের রীতি মেনে আজো সন্ধীক্ষণে বিষ্ণুপুরের মূর্ছা পাহাড় থেকে গর্জে ওঠে তিনটি তোপ। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী থাকতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ।