নিজস্ব প্রতিনিধি, জার্মানি: ইন্ডিয়ান কালচারাল কানেকশনের (Indian Cultural Connection) উদ্যোগে জার্মানির এসেন শহরে প্রথমবারের মতো দুর্গাপূজা উদযাপিত হচ্ছে । বার্লিনের সময় অনুযায়ী পঞ্জিকা মেনে পূজার আয়োজন করা হয়েছে। ষষ্ঠীর দিনে পূজার শুভ সূচনা করেন এসেন শহরের মেয়র।
পূজার পাশাপাশি, খাদ্য বিভাগেও আছে বিশেষ আয়োজন। খিচুড়ি, আলুর দম, লুচি, পোলাও সহ নানা রকমের বাঙালী খাবারের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে বিভিন্ন স্ন্যাকস এবং jewellery স্টল , এ ছাড়া প্রতিদিনই আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ , স্থানীয় বাংলা ব্যান্ডের অনুষ্ঠান!
এই পূজা জার্মানিতে বসবাসরত ভারতীয়দের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক মেলবন্ধনের মুহূর্ত হয়ে উঠেছে।