19 C
Kolkata
Wednesday, December 4, 2024
বিশ্ব বাংলা নিউজজেলারাতের অন্ধকারে সরকারি শৌচালয় ভেঙে ফেলার অভিযোগ উঠল বাঁকুড়ার জঙ্গলমহলের ফুলকুসমায়

রাতের অন্ধকারে সরকারি শৌচালয় ভেঙে ফেলার অভিযোগ উঠল বাঁকুড়ার জঙ্গলমহলের ফুলকুসমায়

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া:রাতের অন্ধকারে সরকারি শৌচালয় ভেঙে ফেলার অভিযোগ উঠল বাঁকুড়ার জঙ্গলমহলের ফুলকুসমায়। আর এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রাইপুর ব্লকের ফুলকুসমা বাজারে। অবিলম্বে নতুন শৌচালয় তৈরি ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা। প্রায় চার দশক ধরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের পাশে ফুলকুশমা বাজারে যাত্রী প্রতীক্ষালয়ের উল্টো দিকে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল একটি শৌচালয়। পথ চলতি মানুষজন,বাসযাত্রীরা সহ সকল ব্যবসায়ীরা এলাকার প্রতিনিয়তই ওই শৌচালয় ব্যবহার করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতের অন্ধকারে কেউ বা কারা ফুলকুসমা বাজারে অবস্থিত ওই শৌচালয় সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে। পাশাপাশি ভেঙ্গে ফেলা হয়েছে একটি সরকারি পথবাতিও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শৌচাগারটি ভেঙ্গে ফেলার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই চরম সমস্যায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে যাত্রীরা। একইসঙ্গে বাসিন্দারা জানান, কেউ বা কারা রাতের অন্ধকারে শৌচালয় ভেঙ্গে ফেলেছে। আজ সকালে ঘটনাটি দেখতে পেয়ে বাসিন্দারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানালে পরিদর্শনে আসেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান বাসিন্দারা। অবিলম্বে নতুন শৌচালয় তৈরির দাবির পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে রাইপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ চন্ডী লাহা বলেন, শৌচালয়টি ভেঙ্গে ফেলার বিষয়টি খুবই নিন্দনীয়। প্রশাসনে লিখিত আকারে অভিযোগ করে নতুন শৌচালয় বানানোর জন্য আবেদন জানাবেন বলে তিনি জানিয়েছেন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles