নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : আজ বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC অন্তর্গত গাইঘাটা পশ্চিম ব্লকে INTTUC পরিচালিত গাইঘাটা পশ্চিম তৃণমূল অটো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নে পক্ষ থেকে প্রায় ৭০০ শ্রমিকদের এক হাজার টাকা করে শারদীয় পূজার বোনাস প্রদান করা হলো সকল অটো রিক্সা ও ই-রিস্কা চালকদের। উক্ত সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC সভাপতি মাননীয় শ্রী নারায়ণ ঘোষ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরোত্তম বিশ্বাস, বনগাঁ শহর INTTUC সভাপতি সমীর ঘোষ চৌধুরী, গাইঘাটা পশ্চিম ব্লক INTTUC সভাপতি অধীর দাস সহ বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। পুজোর আগে সংগঠনের পক্ষ থেকে পুজোর বোনাস পাওয়ায় বেশ খুশি অটো রিক্সা, ও ই-রিস্কা চালকেরা। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি নারায়ণ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ও রাজ্য আইএনটিটিইউসি এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত শ্রমিক ভাইদের নিয়ে একসাথে এই অনুষ্ঠান সম্পন্ন করছি। তিনি আরো বলেন, আগামী দিনে এই অটো ও ই রিক্সা চালকদের সমস্ত রুটের অনুমোদনের ব্যবস্থা করা হবে সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানকে ঘিরে শ্রমিক ভাইদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।