মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: আকাশ থেকে বিকট আওয়াজ সাথে বড় আকৃতির বরফ এর চাঙ্গড় ভূপৃষ্ঠে পড়াকে কেন্দ্র করে চঞ্চল এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার ছোটো রামবনী এলাকায়। জানা যায় আজ প্রায় সাড়ে দশটা নাগাদ ছোটো রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ সেই সময়েই আচমকা আকাশ থেকে বিকট আওয়াজ এর সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙ্গড় আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎই ছুটে পালানোর চেষ্টা করেন পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় এক কুইন্টাল ওজনের গোলাকার বরফ এর অংশ। পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত। এরপরই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে পড়ল আকাশ থেকে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলেই।এক প্রত্যক্ষদর্শী জানান ফুট দশেক দূরে তারা কাজ করছিল হঠাৎই আকাশপথে বিকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস আচমকায় পড়ে গেল মাটিতে। ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ তবে তারা আতঙ্কিত তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে।