খাদিমুল ইসলাম, বানারহাট: জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা। বানারহাটের সাঁকোয়াঝোরা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েরকাটা এলাকার ঘটনা। রাতভর ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে একটা টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বানারহাটের বিস্তীর্ণ এলাকা। হাতিনালার জল ঢুকে পড়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়া, এস এম কলোনি এলাকায় জলবন্দি হয়ে পড়ে বহু মানুষ। গয়েরকাটায় পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলো ভোট মিটতেই বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু সেই বাঁধ নির্মাণ করা হয়নি তাই ক্ষোভে ফেটে পড়েছেন প্রশাসনের আধিকারিকদের দেখা মাত্রই। এদিকে প্রশাসনের তরফেও জলবন্দি হয়ে পড়ে মানুষেরদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য দুটি ত্রাণশিবির করা হয়েছে। চলছে মাইকিং ব্যবস্থা করা হচ্ছে ত্রাণের। নদীতীরবর্তী এলাকার বাসিন্দারাদের সঙ্গে কথা বলছে বিডিও ও মহুকুমা শাসক। অনেকেই ক্ষোভে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না। যদিও প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।