29 C
Kolkata
Saturday, October 12, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাবোনাসের দাবিতে বিক্ষোভে সামিল চা শ্রমিকদের

বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল চা শ্রমিকদের

খাদিমুল ইসলাম, বানারহাট: পুজোর মুখে বিষাদের ছায়া চা বলয়ে। বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল চা শ্রমিকদের। বোনাস নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি অ্যান্ড্রুউইল কোম্পানির অধীনস্থ চারটি বাগান কর্তৃপক্ষ, তাই দুশ্চিন্তায় বাগান শ্রমিকরা।বোনাস না পেয়ে সমস্যায় পড়েছেন প্রায় আট হাজার শ্রমিক। পুজোর মুখে কিভাবে নতুন জামা কাপড় কিনবেন, কিভাবে ঘরে উনুন জ্বলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন শ্রমিকরা। তাই পূজার মুখে অ্যান্ড্রুউইল কোম্পানির অধীনস্থ চারটি বাগানের শ্রমিকরা, সামিল হলেন আন্দোলনে। বানারহাট চা বাগানের কারখানা গেটের সামনে গেট মিটিং এর মধ্য দিয়ে আন্দোলনের হুশিয়ারী দিলেন বাগান শ্রমিকরা।
ডুয়ার্সের বানারহাট চা বাগানে বর্তমানে শ্রমিক সংখ্যা প্রায় ১৪০০। সারা বছর বোনাসের জন্য অপেক্ষা করে, পুজোর মুখে টাকা পেলে নতুন জামা কাপড় কিনবেন, মেটাবেন বিভিন্ন জায়গায় যে ঋণ নিয়েছেন তা। শুধু তাই নয় ঘরের উনুন জ্বলবে এই টাকা পেলেই, হবে ছোটোদের লেখাপড়া। এখন বোনাস না পেলে রাস্তায় নেমে আন্দোলনের হুশিয়ারী পূজার মুখে বাগান শ্রমিক নেতাদের। সোমবার বানারহাট চা বাগান কারখানার গেটের সামনে সিপিএমের চা সংগঠন মজদুর ইউনিয়ন এবং বিজেপির চা শ্রমিক সংগঠন বি টি ডব্লিউ একসাথে গেট মিটিং করেন বোনাস নিয়ে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles