খাদিমুল ইসলাম,বানারহাট: বর্তমানে মোবাইল স্মার্ট ফোনের যুগে অনেকেই ভুলতে বসেছেন মাঠ । আর তাই যুব সমাজ কে মাঠ মুখী করে তুলতে অভিনব উদ্যোগ নিল মধ্য শালবাড়ি ইয়ং স্পোটিং ক্লাব। মধ্য শালবাড়ি ফুটবল ময়দানে । একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল। এই দিনে অংশগ্রহণ করে ১৬ দল । বর্তমানে খেলার প্রতি আরও আগ্রহ তৈরি করে গ্রামীণ এলাকায় ফুটবল খেলার প্রতি আকর্ষণ বৃদ্ধিই অন্যতম প্রধান লক্ষ্য ছিল আয়োজকদের।
মধ্য শালবাড়ী ইয়ং স্পোর্টিং ক্লাবের তরফ থেকে মোট ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই খেলায় ফাইনালে উঠেই দুরামারি ও মধ্য শালবাড়ি খেলার নির্ধারিত সময় টানটান উত্তেজনার মাঝেও দুই দলেই নির্ধারিত সময়মতো গোল দিতে না পারায়। শুরু হয় ট্রাফিকার ট্রাফিকার এই দুরামারিকে পরাজয় করে জয়ের মুকুট ছিনিয়ে নেয় মধ্য শালবাড়ি ফুটবল টিম ” তবে এই খেলাকে কেন্দ্র করেই দর্শকদের মধ্যে এই ফুটবল খেলা কে ঘিরে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার ট্রফি তুলে দেওয়া হয়। আগামী দিনে শুধুই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের ভূমিকায় নয়, মানবিক সম্পর্ক রক্ষার জন্য এই আয়োজন করে থাকবে এই ক্লাব বলে জানান ক্লাব উদ্যোক্তারা ।