নিজস্ব প্রতিনিধি’ বানারহাট ২০২১ সালে রাভা জনজাতিকে স্বনির্ভর করতে, রাভাবস্তিতে প্রায় আটটি রিসোর্ট গড়ে ওঠে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রাভাবস্তিতে রিসোর্ট গুলি গড়ে উঠেছিল এলাকা উন্নয়নে পর্যটক দের জন্য। কিন্তু সেই রিসোর্ট গুলি দীর্ঘ দিন ধরে চললেও নেই নিত্যনতুন পর্যটক। অভিযোগ লোক চক্ষুর আড়ালে চলছে দেহ ব্যবসার মধুচক্র। এই মধুচক্রের পর্দা ফাঁস হতেই এলাকার বাসিন্দারা মৌখিকভাবে পুলিশ প্রশাসনের কাছেও অভিযোগ জানায়। কিন্তু অভিযোগ করেও কোনো ব্যবস্থা তো নিচছেই না প্রশাসন ,উল্টে স্থানীয় নেতাদের কাছ থেকে পেতে হচ্ছে হুমকি ও শাসানি। পুলিশ প্রশাসন জেগে না ঘুমিয়ে তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ পুলিশ প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে মধুচক্র আসর । বলাবাহুল্য কম বয়সী মেয়ে ও মহিলাদের ব্যাপক আনাগোনা লেগেই আছে এই রিসোর্ট গুলিতে, যা ঝাঁ চকচকে রিসোর্ট গুলিকেও হার মানিয়ে দিচ্ছে। এবার আর থেমে নেই এলাকার বাসিন্দারা। তাঁরা সমস্ত ধমক চমক কে উপেক্ষা করে রীতিমত অভিযোগ তুলতে আরম্ভ করছেন। এই দিনে এলাকাবাসীরা, একজোট হই রিসোর্ট দিতে গিয়ে রিসোর্ট এর মালিকের সঙ্গে কথা বলেই তারা খুলতে চাইলে রিসোর্ট মালিক না বলে দাওয়াই তারা বাধ্য হয়েই নিজেরাই ডিসোর্ডের দুয়াল ভেঙ্গে দেয় ভেঙ্গে দিলেই দেখে উলঙ্গ অবস্থায় যুবক যুবতী সে সময় হাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তারপরে বানারহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসেই ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করে নিয়ে যায়। এবং এর আগেও এক পৃথক রিসোডে এলাকাবাসীরাই আটক করে বেশ কিছু মহিলা সহ যুবকদের। তখনো পুলিশের হাতে তুলে দেয় যুবক-যুবতীদের কিন্তু পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা পালন না করেই মাছ রাস্তায় ছেড়ে দেয় বলেই অভিযোগ। এ বিষয়ে রিসোর্ট মালিকের সঙ্গে কথা বললেও তিনি গোটা বিষয়টাকে অস্বীকার করে