খাদিমুল ইসলাম, বানারহাট : সংস্কারের অভাবে গয়েরকাটা থেকে নাথুয়া গামী রাস্তা । দৈনন্দিন ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা । জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার দীর্ঘ ১০ কিলোমিটারব্যাপী রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করে থাকেন । এ ছাড়াও এই রাস্তায় চলাচল করে অসংখ্য বালি বোঝাই ট্রাক্টর যাত্রীবাহী গাড়ি, ও টোটো । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বর্তমানে চরম বেহাল দশা। দেড় কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে । কোথাও কোথাও গর্ত এত গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণের যাতায়াত করা দুষ্কর হলেও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের । খানাখন্দে ভর্তি রাস্তাটিতে হামেশাই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী ও নিত্যযাত্রীদের অভিযোগ, গণতন্ত্রের উৎসব এলে পরিযায়ী নেতারা এসে বেহাল রাস্তা সংস্কারের টোপ দিয়ে ভোট চেয়ে থাকেন । কিন্তু ভোট মিটে গেলে ফিরেও তাকান না, নির্বাচিত প্রতিনিধি । বরং রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবির তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, এলাকায় কারও শরীর খারাপ হলেও রাস্তার অবস্থার জন্য কোনও গাড়ি আসতে চায় না। যদিও এই বিষয়ে বারবার পূর্ত দপ্তরকে জানানোর পরও কোনও সুরাহা মেলেনি