খাদিমুল ইসলাম, বানারহাট : ভুমিকম্পে আচমকাই কেঁপে উঠল ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাত ৭ টা ৬৯ মিনিটে কম্পন অনুভূত হয়েছে ডুয়ার্স-সহ গোটা জলপাইগুড়ি জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ এখনও পর্যন্ত ভূমিকম্পের বিশেষ ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর মেলেনি ডুয়ার্সের জলপাইগুড়ি জেলাতে ” জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ারে অনুভূত হয়েছে কম্পন। জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু। গভীরতা অন্তত ১০ কিলোমিটার। কম্পন অনুভূত হতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ভূমিকম্পের আতঙ্কে রাস্তার মধ্যে দেখা যায় মহিলাদের। বানারহাটের বাসিন্দা বলেন, ‘‘প্রথমে একটা হালকা ধরনের কাঁপুনি ছিল। তার পর সেটাই এক ঝট কায় বেড়ে যায় হঠাৎ। ভয় পেয়ে গিয়েছিলাম খুব। পরে বুঝতে পারি ওটা ভূমিকম্প। আশপাশের লোকজন সবাই চিৎকার করছিল। তাই শুনে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসি।’’ বেরিয়ে এসে শুনে সকলেই ভূমিকম্পরই কথা বলছে তাই বিশ্বাস হল সেটা কিছুক্ষণ আগে ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে বাড়ি।