মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া: বাগানে কাজ না পাওয়ার অভিযোগে বাগানের মূল গেটে তালা দিয়ে গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাগানের মালীরা। ঘটনাটি মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রের পর্যটকদের মনোরঞ্জনের জন্য কংসাবতী দপ্তরের একটি বাগানের। মালীদের দাবি অবিলম্বে তাদের কাজে নিয়োগ করতে হবে নিয়োগ না করা পর্যন্ত বাগানে কাউকে কাজ করতে দেবেন না ও গেটের তালাও খুলবেন না বলে তারা জানান।
বাগানের মালিদের অভিযোগ, গত ২০২৩ সালের আগে প্রায় পাঁচ বছর ধরে ওই বাগানের পরিচর্যার কাজে নিযুক্ত ছিলেন মুকুটমণিপুর এলাকার বাসিন্দা ৮ জন মালি। কিন্তু ২০২৩ সালের পর থেকে তারা বাগানের আর কাজ পাননি বলে অভিযোগ। মালীরা জানান, বর্তমানে ওই বাগানে বেশ কিছু জন নতুন মালী নিয়োগ করা হয়েছে পাশাপাশি তাদের মধ্যে দুজনকেও ওই কাজে নিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাকি ৬জন ওই বাগানে কাজ করে থাকলেও নতুন করে আর তাদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে তারা স্থানীয় কংসাবতী দপ্তরের আধিকারিক সাথে যোগাযোগ করলে আধিকারিকরা জানিয়েছেন কাজের জন্য নিযুক্ত ঠিক আছে সংস্থা। ওই ওই ঠিকা সংস্থা কর্মীদের নিয়োগ করেছেন, এ বিষয়ে প্রশাসনিক দপ্তরের কোন হাত নেই। ফলে বাধ্য হয়ে বুধবার সকাল থেকে ওই বাগানের মূল গেটে তালা দিয়ে গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন ছয় জন মালী। যতদিন না তাদের কাজে নিয়োগ করা হবে ততদিন পর্যন্ত গেটে তালা দেওয়া থাকবে পাশাপাশি নতুন মালীদের কাজও করতে দেবেন না বলে তারা জানান।
এ বিষয়ে ঠিকা সংস্থার তরফে নিযুক্ত সুপারভাইজারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি।