26 C
Kolkata
Friday, September 13, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাধর্ষণের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল পোস্ট অফিসের কর্মী

ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল পোস্ট অফিসের কর্মী

খাদিমুল ইসলাম,বানারহাট: নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল পোস্ট অফিসের এক কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নাগরাকাটা ব্লকের বানারহাট থানা এলাকার কলাবাড়ির হৃদয়পুরে। জানা গিয়েছে, কলবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিজের সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় তার পথ আটকে দাঁড়ায় পোস্ট অফিসে কর্মরত এই ব্যক্তি। এরপর তিনি জোর করে সাইকেলের পেছনের ক্যারিয়ারে চেপে বসে পেছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটি সাইকেল থেকে নেমে প্রতিবাদ জানাতেই তাকে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। কোনক্রমে ছাত্রীটি ওই ব্যক্তির হাত থেকে পালিয়ে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের ঘটনাটি জানায়। ঘটনায় সে আতঙ্কিত ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। স্কুলের শিক্ষকেরা ছাত্রীটির বলা ঘটনাস্থলে গিয়ে দেখেন পোস্ট অফিসের ওই কর্মী মদ্যপ অবস্থায় তখনও সেখানেই বসে ছিল। তারা বানারহাট থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম বিমল রায় (৪৪)। তার বাড়ি জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে। বিগত কয়েক মাস আগে সে পোস্ট অফিসের ‘গ্রামীন ডাক সেবক’ বা জিডিএস পদে চাকরি পেয়ে কলাবাড়ির হৃদয়পুরে এসেছিল। অভিযুক্ত বিবাহিত হলেও হৃদয়পুরে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকত। দুপুরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ার করা হয়। এর পরই পুলিশ ‘প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট’ বা পকসো আইনে মামলা রজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার মা ও কাকি জানান এমন ঘটনা ঘটলে তাঁরা নিজেদের মেয়েদের এরপর থেকে স্কুলে কোন সাহসে পাঠাবেন? মেয়েরা কোনও জায়গাতেই সুরক্ষিত নয়। মেয়েদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তারা অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান। বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে, মেয়েটিকে মেডিক্যাল টেস্ট করানোর জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পকসো আইনের উপযুক্ত ধারায় মামলা রজু করা হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles