ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সম্প্রীতি কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল চন্দ্রিমা’জ আর. আর. ফ্যাশন হাব ও আর.আর এস প্রোডাকশন হাউস এর প্রী পূজা মেগা রাম্প শো সিজিন ২ হয় গেল প্রায় দেড়শো জন মডেলদের নিয়ে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোট থেকে বড় বয়সের সবাই। পুজো কালেকশন এর প্রত্যেকটি পোশাক চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর কালেকশন।
সৌরভ বন্দ্যোপাধ্যায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত। এই অনুষ্ঠানে এসে তিনিও সম্প্রতি ঘটে যাওয়া আর.জি.কর-এর ব্যাপারে মুখ খোলেন এবং তাদের পুরো টলি পরিবারের মিছিল ও তাদের সংগ্রাম যে বিচার না পাওয়া অবধি বজায় থাকবে তাও বলেন। এই অনুষ্ঠানের কর্ণধার ও বলেন এখনকার এই পরিস্থিতি মধ্যে ইচ্ছে থাকলেও তারা অন্য দিন করতে পারেনি কারণ এটি অনেক আগের থেকে তাদের মধ্যে ঠিক ছিল। মডেলদের মধ্যে অনেকেই ছিল কিন্তু তাদের মধ্যে মূলত নজর কেড়েছে নিপমিতা মিত্র।
আর আর ফ্যাশন হাব এর কর্ণধার চন্দ্রিমা বসু বলেন প্রতি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে সেগুলো বাস্তবায়িত করার জন্যই তিনি সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন।তাদের একটি চ্যানেল ইউটিউবে রয়েছে যেখানে তিনি ছোট ছোট কিছু গল্প অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চায়, তার বুটিক টি রয়েছে কলকাতার ওয়েলিংটনে।