মোহম্মদ শাজাহান আনসারী, বাকুরাঃ আর জি কর কান্ডের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং ঘটনার দায় মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে আজ বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল ডি ওয়াই এফ আই সহ বিভিন্ন বাম সংগঠন। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের সামনে থেকে মিছিল করে বিভিন্ন বাম গন সংগঠনের কর্মীরা কাটজুড়িডাঙ্গা মোড়ে হাজির হন। সেখানে বেশ কিছুক্ষণ ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনগুলি। আর জি কর কান্ডে বিচারের দাবীতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন ভাবে আন্দোলনে সামিল হয়েছে বিভিন্ন বাম সংগঠন। কিন্তু ওই ঘটনায় দিনের পর দিন তদন্ত ও বিচারের নামে প্রহসন চলছে এই অভিযোগ তুলে এবার বাঁকুড়ার পথে নামল ডি ওয়াই এফ আই, এস এফ আই, গণতান্ত্রিক মহিলা সমিতি, এবিপিটিএ ও এবিটিএ সহ বিভিন্ন বাম গণ সংগঠনের কর্মীরা এদিন মিছিল করে হাজির হন কাটজুড়িডাঙ্গা মোড়ে। অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার করার দাবীতে কাটজুড়িডাঙ্গা মোড়ে পথ অবরোধ করেন বিভিন্ন গণসংগঠনের কর্মীরা। প্রায় দশ মিনিট ধরে প্রতিকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ওই গন সংগঠনগুলির কর্মীরা। দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই গন সংগঠনের কর্মীরা।