খাদিমুল ইসলাম,বানারহাট: গভীর রাতে পুলিশের অভিযান আটক ৫ টি ওভারলোডিং ডাম্পার । বুধবার বানারহাট থানার পুলিশ আচমকা অভিযান চালিয়ে ৫ ওভারলোডিং ডাম্পারকে আটক করতে সফল হয়েছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ১৭ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময় বানেরহাটের মোরাঘাট মোড় সংলগ্ন এলাকা থেকে ভুটানি রেজিস্ট্রেশন নম্বর সহ অতিরিক্ত পাথর বহন করায় বানারহাট থানা পুলিশ এই ডাম্পারগুলি আটক করে। জানা গেছে, ভুটানের ডাম্পারগুলো ওভারলোড করা হচ্ছিল অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি পাথর পাঠানো হচ্ছিল। পুলিশের সন্দেহ হলে ডাম্পারগুলো ধরা পড়ে। যাচাই-বাছাই শেষে স্বাভাবিকের চেয়ে বেশি মাল বহনের অভিযোগে গাড়িগুলো আটক করা হয়। বানারহাট পুলিশ জানায়, আটক ডাম্পারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।