19 C
Kolkata
Wednesday, December 4, 2024
বিশ্ব বাংলা নিউজকলকাতাখোওয়া টাকা উদ্ধার করল নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম

খোওয়া টাকা উদ্ধার করল নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর: আবার ও সফলতা নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম। এ ই পিএস ও আরবিআই ব্যঙ্ক আধার সিস্টেমের হাতের আঙুলের ছাপ নকল করে দশ হাজার টাকা প্রতারণার স্বীকার বেসরকারি কোম্পানির ফুড ইন্সপেক্টর শান্তনু চক্রবর্তীর। বুধবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য ও সাইবার টিমের কর্তব্যরত অফিসার সাব ইন্সপেক্টর সৌমেন দাস পুরসভার ৩ নং ওয়ার্ডের বিবেকানন্দ সরণীর বাসিন্দা শান্তনু চক্রবর্তীর হাতে প্রতীক নগদ দশ হাজার টাকা তুলে দিলেন। ফুড টেকনোলজিস্ট শান্তনু চক্রবর্তী জানান গত বছর ৩১ আগস্ট AEPS এর মাধ্যমে আধার সংযুক্তিকরনে উত্তরবঙ্গ গ্রামাঞ্চলে কোন ব্যঙ্ক মারফৎ অজান্তেই হাতের আঙুলের ছাপ নকল করে দশ হাজার টাকা খোওয়া যায়। নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিমে অভিযোগ দায়ের করলে। তদন্তকারী অফিসারেরা গত বছর ৬ ডিসেম্বর পুরো দশ হাজার টাকা উদ্ধার করে আমার একাউন্টে ফেরত পাঠানো হয়। নিউ বারাকপুর থানার বড় বাবু এবং সাইবার বন্ধু টিমের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক দের কাছে চিরকৃতঞ্জ থাকব। দায়িত্ব সহকারে আমার পুরো টাকা উদ্ধার করেছেন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles