খাদিমুল ইসলাম,রায়গঞ্জ: আর জি কর মেডিক্য়াল কলেজের”ভিতরেমহিলা চিকিৎসকের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। মা-বাবার একমাত্র সন্তান, উজ্জ্বল ভবিষ্য়ত, হঠাৎই সব শেষ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিতও মিলেছে। এবং তার প্রতিবাদে তোলপাড় রাজ্যে ছাড়িয়ে গোটা দেশ, বুধবার সন্ধ্যা ৭ টার সময় ” আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠলেন বানারহাট ব্লকের সমগ্র দুরামারির বাসিন্দারা – ধানীঝোড়া মোড় থেকে রাঙাতি বিরিজ পর্যন্ত দীর্ঘ আড়াই কিলো মিটার পথেই ” মশাল হাতে নিয়ে হাঁটতে দেখা যায় প্রতিবাদীদের”
যদিও এই বিষয়ে এক প্রতিবাদী বলেন আর জি করের এই নৃশংস ঘটনার বিরোধিতা করি, এবং নারী সুরক্ষা ও তিলোত্তমা যাতে আইনি ভাবে সঠিক বিচার পায়, সেই দাবি রেখে ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে প্রতিবাদ করি সমগ্র দুরামারিবাসীরা।