খাদিমুল ইসলাম, বানারহাট: একজন মহিলা চিকিৎসক হাসপাতালের ভিতর ধর্ষিতা হয়ে খুন হয়ে গেলেন অথচ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই ঘটনাকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর কথা বলছেন। রাজ্যের সর্বস্তরের মহিলারা তার জবাব দিয়ে গত ১৪ আগষ্ট রাতের রাস্তা দখল করে তাদের তীব্র ঘৃণা জবাব জানিয়েছেন। এরপর রাজ্যের মানুষ তাদের প্রতিবাদ আন্দোলনকে আরও তীব্র তর করেছেন।রাজ্যের তৃনমুল সরকার মানুষের এই প্রতিবাদী মেজাজ কে ভয় পেয়ে এখন সব প্রতিবাদীদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন। ভয় এতটাই যে ময়দানের ফুটবল খেলা কে বন্ধ করে দিলেন। এত সব করেও উনি প্রতিবাদ কে দমাতে পারবেন না আরও তীব্র হবে।এই কথাগুলি উল্লেখ করে সাধারণ মানুষ কে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান বামফ্রন্ট নেতৃত্ব। রবিবার বিকালে ধূপগুড়ি মহকুমার বানারহাট থানার সাকোয়াঝোরা এক নং গ্রামপঞ্চায়েতের গয়েরকাটা চৌপথিতে সভা হয়।বক্তব্য রাখেন সি পি আই এম জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার কৌশিক দাম সি পি আই দলের জেলা সম্পাদক ভ্রুপক সেনগুপ্ত। সভা পরিচালনা করেন সি পি আই এম এরিয়া কমিটির সদস্য বিরাজ সরকার।