26 C
Kolkata
Friday, September 13, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাপ্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার, নার্সদের হাতে রাখি বাঁধলেন থানার ওসি, নানান বিতর্কের মাঝেও মেল বন্ধনের যেন এক অপরূপ দৃশ্য

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার, নার্সদের হাতে রাখি বাঁধলেন থানার ওসি, নানান বিতর্কের মাঝেও মেল বন্ধনের যেন এক অপরূপ দৃশ্য

মোহম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়াঃ- আর.জি.করের মহিলা চিকিৎসক হত্যাকান্ড,সাড়া ফেলেছে সারা পৃথিবী জুড়ে। দিকে দিকে প্রতিবাদ এবং জনগর্জন কর্মসূচি পালিত হচ্ছে। দলমত নির্বিশেষে প্রত্যেকটা আমজনতার একটাই দাবি যাতে এই হত্যাকাণ্ডের একটা ন্যায্য বিচার হয়। এত অস্থির পরিস্থিতির মধ্যেও আজ রাখি উৎসব।কোথাও কোথাও রাখিকে হাতিয়ার করেই পালিত হচ্ছে ‘অভয়া’ হত্যাকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি।

এত অস্থির পরিস্থিতির মধ্যেও এক অন্যরকম দৃশ্যধারা পড়লো আমাদের ক্যামেরায়। প্রসঙ্গত আচমকায় বাঁকুড়া জেলার রতনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হাজির হয় ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল। সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের হাতে বেঁধে দিলেন মেলবন্ধনের হাতিয়ার রাখি। অপরদিকে দিকে তিনিও পরলেন রাখি। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রতনপুর,সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনের বেলায় ডাক্তার থাকলেও রাতের দিকে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করেন সেখানকার নার্সরা। গভীর রাতে জরুরী কালীন কোন রোগী এলে অন্ধকারে কোয়ার্টার থেকে বেরিয়ে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করেন নার্সরা।এই পরিস্থিতিতে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার দাবি করলেন নার্সরা সাথে সাথে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দিলেন থানার ওসি এবং তার নিজের ব্যক্তিগত নাম্বারও।কোন সমস্যায় পড়লে নিজে ছুটে আসবে বলেও অঙ্গীকারবদ্ধ হলেন তিনি। এ যেন রাখি বন্ধনের এক অমূল্য উপহার। যেখানে আর.জি.করে মহিলা ডাক্তারের হত্যাকান্ডের পর পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা উঠতে শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার এক অভিনব প্রচেষ্টা শুরু করলেন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles