খাদিমুল ইসলাম, বানারহাট:কচুরিপানা ভর্তি পুকুর থেকে উদ্ধার করা হল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল অজগর। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুরে মাছ ধরতে গিয়ে সাপটিকে দেখতে পান । এর পর তাঁরা মরারঘাট রেঞ্জের খট্টিমারি বন বিভাগকে খবর দেন । বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে খট্টিমারি বিট অফিসে নিয়ে যান পরবর্তীতে সাপটিকে পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরাই” তবে স্থানীয় সূত্রের খবর, পুকুরের পাশেই রয়েছে বেরুবাগ নদী সেখান থেকেই পুকুরে “চলে এসেছিল ‘ওয়াটার পাইথন’ প্রজাতির ওই সাপটি। স্থানীয় বাসিন্দাদের ধারণা বেরুবাক নদীতে কচুরিপানা এবং কাদা থাকায় সম্ভবত সেখানেই বেশি দেখা মিলেই অজগরদের এবং সেখান থেকেই পুকুরে চলে এসেছে এদিন আমরা বেশ কিছুজন মিলেই কচুরিপানা ভর্তি পুকুরেই মাছ ধরতে নেমেছিলাম সেখানেই দেখতে পাই বিশাল আকৃতির এক অজগর সাপ পরবর্তীতে বিশাল আকৃতির সাপটির লেজ ধরে পুকুর থেকেই উঁচু জায়গায় নিয়ে যাই তারপর পাইথনটিকে মোটা জাতীয় রশি দিয়ে বেঁধে রাখি তারপরেই খবর দেই বনদপ্তরকে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।