মোহম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়াঃ- আর জি কর হত্যাকান্ডের প্রতিবাদের আগুন রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়েছে। ভারতবর্ষের বাইরে একাধিক দেশে আর.জি.কর হত্যাকাণ্ডে মিছিল করে প্রতিবাদ জানাতে দেখা গেছে।এবার তারই প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা। বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী এবং ল-ক্লার্ক সকলে মিলে মুখে কালো ফিতে বেঁধে বাঁকুড়া জেলা আদালত চত্বর থেকে একটি মিছিল করে মাচানতলা হয়ে পুনরায় জেলা আদালত চত্বরে হাজির হয়। সেখানে মৃত ছাত্রী চিকিৎসকের আত্মার প্রতি শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তারা। আইনজীবীদের তরফে জানানো হয়েছে, রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন। আজ বাঁকুড়া আদালতে কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই ২০০ আইনজীবী এবং ল-ক্লার্ক পথে নেমেছে। রাজ্য সরকারের উপর ক্ষোভের কারণে আইনজীবীদের স্বতঃস্ফূর্ততা ভাবে পথে নামা।