মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: আর জি কর হাসপাতালে ডাক্তার খুন ও আর জি কর হাসপাতালে রাতের অন্ধকারে বহিরাগতদের দ্বারা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে এদিন বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর সারেঙ্গা থানার পি.মোড় এলাকায় সকাল ৬ টা থেকে ১২:১০ পর্যন্ত পথ অবরোধ অনুষ্ঠিত হলো। এর ফলে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। এসইউসিআই এর ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধ সফল করতে এই পথ অবরোধ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়। অবরোধে নেতৃত্ব দেন সারেঙ্গা লোকাল কমিটির (এসইউসিআই) সেক্রেটারি সুষমা মাহাতো।