26 C
Kolkata
Friday, September 13, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাসারম্বরে পালিত হল স্বাধীনতা দিবস, M.T.P.S এ পতাকা উত্তোলন করা হলো

সারম্বরে পালিত হল স্বাধীনতা দিবস, M.T.P.S এ পতাকা উত্তোলন করা হলো

মোহম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়াঃ আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিন বাঁকুড়ার অন্যতম M.T.P.S এর C.I.S.F – D.V.C কর্তৃপক্ষ সাথে স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা দিবস পালন করা হলো। এর পাশাপাশি cisf unit co sonu singh Sikarwar এর নেতৃত্বে প্যারেড করা হয়।এদিন MTPS কর্তৃপক্ষের তরফ থেকে ডিভিসির সমস্ত আধিকারিক কর্মচারী স্কুল স্টুডেন্ট সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে এবং এর পাশাপাশি আজ MTPS কর্তৃপক্ষ PP SAH জানালেন- ২৭৬ কোটি টাকা প্রফিট করেছে MTPS, ১৫৬১৭ মিলিয়ন ইউনিট উৎপাদন করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও শরীর স্বাস্থ্য উপরও ধ্যান দেওয়া হয় পাশাপাশি গ্রামের মানুষদের জন্য। এছাড়াও HOP (Head of the project of MTPS DVC Power project) P.P. SAH তিনি আরো কি কি বললেন তা শুনুন বিস্তারে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles