মোহম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়াঃ আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিন বাঁকুড়ার অন্যতম M.T.P.S এর C.I.S.F – D.V.C কর্তৃপক্ষ সাথে স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা দিবস পালন করা হলো। এর পাশাপাশি cisf unit co sonu singh Sikarwar এর নেতৃত্বে প্যারেড করা হয়।এদিন MTPS কর্তৃপক্ষের তরফ থেকে ডিভিসির সমস্ত আধিকারিক কর্মচারী স্কুল স্টুডেন্ট সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে এবং এর পাশাপাশি আজ MTPS কর্তৃপক্ষ PP SAH জানালেন- ২৭৬ কোটি টাকা প্রফিট করেছে MTPS, ১৫৬১৭ মিলিয়ন ইউনিট উৎপাদন করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও শরীর স্বাস্থ্য উপরও ধ্যান দেওয়া হয় পাশাপাশি গ্রামের মানুষদের জন্য। এছাড়াও HOP (Head of the project of MTPS DVC Power project) P.P. SAH তিনি আরো কি কি বললেন তা শুনুন বিস্তারে।