মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়াঃ আর.জি.করে মহিলা ডাক্তার হত্যাকান্ড কাণ্ড আলোড়ন সৃষ্টি করেছে সারা রাজ্য জুড়ে। আর.জি.করের এই ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে কর্ম বিরতি এবং আন্দোলনের সামিল হয়েছেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের জ ডাক্তার পড়ুয়ারা। তাদের এই আন্দোলনের মূল দাবি, যে বা যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিতকরণ করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। গত তিন দিন ধরে এর প্রতিবাদ স্বরুপ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। এইবার ডাক্তারদের আন্দোলনে সামিল হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। ‘বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ টেকনোলজির’ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার এদিন একটি মিছিল করে প্রতিবাদী স্লোগান দিতে দিতে ডাক্তারদের আন্দোলন ক্ষেত্রে পৌঁছে যায়। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দাবি তারা তারা সর্বসম্মতভাবে ডাক্তারদের এই আন্দোলনে পাশে আছে। দোষীদের চিহ্নিতকরন করে উপযুক্ত শাস্তির যদি ব্যবস্থা করা না হয় সে ক্ষেত্রে আন্দোলন আর তীব্রতর হবে বলে জানিয়েছেন তারা।