30 C
Kolkata
Saturday, October 12, 2024
বিশ্ব বাংলা নিউজজেলা৫০ বছর অতিক্রম করেছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়

৫০ বছর অতিক্রম করেছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়

জয়দীপ মৈত্র,বালুরঘাট:৫০ বছর অতিক্রম করেছে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই কলেজের ২০২০ সালে ৫০ বছর পূর্ণ হয়েছে। তারই স্মারক হিসেবে সোমবার সুবর্ণ জয়ন্তী প্রেক্ষাগৃহ উদ্বোধন হলো। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। কলেজে ছাত্রীদের ভর্তির ব্যাপারে বার্তা দেন তিনি। এমনকি রাজনৈতিক ও সামাজিক দিকে কাজ করতে গেলে ন্যূনতম কলেজ শিক্ষার কথা তুলে ধরেন এদিন।
প্রসঙ্গত, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে একাধিক কৃতি ছাত্রী পাশ করে বেরিয়েছে। যারা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত। বর্তমানে ছাত্রীরা কলেজের সুনাম বজায় রেখে একাধিক বিষয়ে পড়াশোনা করে চলেছেন। কিন্তু গত কয়েক বছরে এই কলেজের ছাত্রীর সংখ্যা তুলনামূলক কমে এসেছে। মূলত জেলার প্রতিটি ব্লকে কলেজ তৈরি হওয়ায় বালুরঘাটের বাইরের ছাত্রীরা এই কলেজে তেমন ভর্তি হচ্ছেন না। বিগত দিনে তপন, হিলি, পতিরাম, কুমারগঞ্জ সহ বালুরঘাট মহকুমার বিস্তীর্ণ এলাকা থেকে প্রচুর ছাত্রী এই কলেজে ভর্তি হতেন। কিন্তু তপনে নাথিনিয়াল মুরমু কলেজ, কুমারগঞ্জ কলেজ, পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ, হিলি গভর্নমেন্ট কলেজে পঠন-পাঠন শুরু হওয়ার পরেই ক্রমশ এই কলেজের ছাত্রীর সংখ্যা কমতে থাকে। এমনকি বালুরঘাট কলেজে দীর্ঘদিন শুধু অনার্স বিষয়ে মেয়েদের ভর্তি নেওয়া হত। পাস কোর্সে মেয়েদের ভর্তি নেওয়া হতো না। ফলে অনেক ছাত্রী গার্লস কলেজে ভর্তি হতেন। কিন্তু বর্তমানে বালুরঘাট কলেজেও পাস কোর্সে মেয়েদের ভর্তি শুরু হওয়ায় গার্লস কলেজে ছাত্রীর সংখ্যায় ভাঁটা পড়েছে। এদিন গোল্ডেন জুবিলী ভবন উদ্বোধনে এসে মন্ত্রী বিপ্লব মিত্র এই কলেজে ছাত্রী ভর্তির ব্যাপারে একাধিক বিষয় তুলে ধরেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, কলেজস্থিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নীতা নন্দী, কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবব্রত সমাজদার, অধ্যক্ষ বিমান চক্রবর্তী প্রমুখ। ২০১৭ সালে তৎকালীন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারই সাংসদ তহবিল থেকে এই ভবন নির্মিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিপ্লব মিত্র বলেন, ‘জেলায় একটি মাত্র গার্লস কলেজ রয়েছে। সেটি বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। এই কলেজে বেশি করে ছাত্রী ভর্তির বিষয়ে সকলকেই সচেষ্ট হতে হবে। রাজনৈতিক থেকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করতে মেয়েদের সমানভাবে এগিয়ে আসতে হবে। তার জন্য কলেজে পড়াশোনার মাধ্যমে তৈরি হতে হবে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles