26 C
Kolkata
Friday, September 13, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাজঙ্গলমহলের আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

জঙ্গলমহলের আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

নিজস্ব প্রতিনিধ: জঙ্গলমহল শালবনির অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আজ ৯ ই আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। অলচিকি ও বাংলা মাধ্যমে পরিচালিত এই বিদ্যালয়ে আজকের দিনটি বার্ষিক সাংস্কৃতিক দিবস হিসেবে পালিত হয় বলে বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানালেন। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নির্মল মান্ডি ও পরিচালনা করেন রূপশ্রী হেমব্রম এবং লক্ষীনারায়ন হেমব্রম। তারা বিগত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নাচ গানের তালিমও দিয়েছেন। সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের ছাড়াও বিদ্যালয়ের বাকি ছাত্র-ছাত্রীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়েছে বলে বিদ্যালয়র সহ শিক্ষক অসীম কুমার দোলই জানান।

বিরসা মুন্ডার প্রতিকৃতি তে মাল্যদান করে আজকের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অলচিকি ভাষায় নাচ, গান, আবৃত্তি, অঙ্কন ইত্যাদি বিভাগে অংশগ্রহণ করেন ও শেষে ছিল মিড ডে মিলে মাংস ভাত ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles