খাদিমুল ইসলাম,ডুয়ার্স:ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল।দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। আবারও লাইনচ্যুত মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদহ। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলাইন হল আরও একটি মালগাড়ি।