মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বৃষ্টির জলে জলবন্দী বাঁকুড়ার ওন্দা গার্লস হাই স্কুল ক্যাম্পাস। বৃষ্টির জমা জলে জল থৈথৈ অবস্থা স্কুল ক্যাম্পাস। স্কুলের গার্লস হোস্টল পুরোপুরি জলবন্দী পরিস্থিতি। স্কলের জমা জল বের করতে লাগানো হল পাম্প। ছাত্রীদের কথা মাথায় রেখেই স্কুলের এই পরিস্থিতির জন্য শুক্রবারের পরীক্ষা বাতিল করল স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের দাবি প্রতি বছর এই সমস্যায় মধ্যে পড়ছে স্কুল। স্কুলের জল বেরানোর কোন নিকাশি ব্যবস্থা নেই। বার বার সব দফতরে জলনিকাশি ব্যবস্থার জন্য দরবার করা হলেও সমস্যায় সমাধান হয়নি। তাই বেশী বৃষ্টি হলেই স্কুলের এই অবস্থা তৈরি হচ্ছে। স্কুলের ছাত্রীরা সমস্যায় পড়ছে। একই দাবি করেছেন স্কুলের সভাপতি। স্থানীয়দের দাবি নিকাশি ব্যবস্থা না থাকার কারনে এই পরিনতি হচ্ছে।