খাদিমুল ইসলাম, বানারহাট” ডুয়ার্সের বানারহাট ব্লকের শিমুল ঝরা রাজ্য সড়কের উপরে ফুটপাতের দখল নিয়েছে বিক্রেতারা। কোথাও কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকান। সাধারণ মানুষ হাঁটতে পারছে না রাস্তার ধার দিয়ে তাই বাধ্য হয়ে রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। বেশ কিছু বছর ধরে এই সমস্যার সন্মুখীন বানারহাট ব্লকের দুরামারি থেকে নাথোয়া যাওয়ার পথ চলতি মানুষদের । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ফুটপাত দখল মুক্ত করতে কড়া হুঁশিয়ারি দিলেও স্থানীয় প্রশাসনের যেন হেলদোল নেই। এবং সব জেনেশুনেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। স্থানীয় যুবক ফিজুল হক বলেন ” রাজনৈতিক দলের মদতেই বানারহাট ব্লকের দুরামারি শিমুল ঝরায় ফুটপাত দখল হচ্ছে। না হলে এই ব্যস্ততম রাজ্য সড়কে কিভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করছে” এর বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের কড়া হাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এই বিষয়ে একাধিকবার লিখিত আকারে জানিও লাভের লাভ কিছুই হচ্ছে না। খুঁত মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরও বানারহাট এর শিমুল ঝরার । ফুটপাত দখলের নিষ্ক্রিয়তা অবাক করেছে সকলকে। যদিও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বেশ কিছুদিন আগেই মাইকিং প্রচার করা হয়েছে । তবে পুলিশ প্রশাসনের সক্রিয় পদক্ষেপ তেমন একটা নেই বলে এলাকাবাসীর অভিযোগ।