খাদিমুল ইসলাম, বানারহাট: ” গ্রেফতার গাড়ির চালক। ফের একবার বহুমূল্যের সাল কাঠ পাচার রুখে দিলেন সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকা মূল্যের সাল কাঠ পাচার ভেস্তে দিলেন মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। একটি ছোটো গাড়ি সহ কাঠ উদ্ধারের পাশাপাশি গাড়ির চালককে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ডুয়ার্সের মালবাজারের মৌলানি রেলগেট এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে মাল বাজার থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুইটি ছোট গাড়িতে করে শাল কাট পাচার করার পরিকল্পনা করা হয়েছে। খবর অনুসারে মৌলানি রেলগেট এলাকায় ফাঁদ পেতেবসেছিলেন সাদা পোশাকের পুলিশ সাদা পোশাকের পুলিশকে দেখতে পেয়ে। পাচারকারীরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় গাড়ির চালককে। এই ঘটনায় গাড়ি চালককেই মালবাজার থানার পুলিশ বনদপ্তরের হাতে তুলে দেন এবং বনদপ্তর নির্দিষ্ট ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং গাড়িচালক দৃতকে বনদপ্তরের হেফাজতে নিয়ে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।