খাদিমুল ইসলাম, ডুয়ার্স: “সমগ্র দেশের সাথে মাল বাজারেও যথাযথ মর্যাদায় কারগিল যুদ্ধের শহীদদের স্মরণ করা হলো। শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশনের তরফে উদযাপন করা হয় কারগিল বিজয় দিবসের ২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। মাল আদর্শ বিদ্যাভবনের প্রেক্ষাগৃহে শহীদদের প্রতি পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি নীরবতা পালন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই সাথে ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র সীমা বল, এবং পুলিশ আধিকারিকদের সম্মান এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ছাড়াও উপস্থিত ছিলেন সশস্ত্র সীমাবলের ইন্সপেক্টর পঙ্কজ কুমার সিং, মাল থানার আধিকারিক বাল্মিকী লোহার, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আনন্দমোহন চক্রবর্তী, স্নেহ ফাউন্ডেশন এর কর্ণধার অভিষেক ঘোষ, সহকারি সম্পাদক জবা ঘটক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে ভারতীয় সেনা জওয়ানরা কারগিল বিজয় দিবসের তাৎপর্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠানের বিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আনন্দমোহন বাবু বলেন, নবীন প্রজন্মের কাছে দেশ ভক্তির বার্তা এবং সেই সাথে ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় অধ্যায় পৌঁছে দেওয়াটা একটা বড় দায়িত্ব, এবং সেই দায়িত্ব স্নেহ ফাউন্ডেশন যথার্থ পালন করেছে। ওঁদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।