খাদিমুল ইসলাম, বানারহাট: ” ফের আবারো একবার অমানবিকতার চরম নিদর্শন বানারহাটে। বাড়ির কুকুরের উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠল এলাকাবাসী মজিবর রহমানের বিরুদ্ধে। তা নিয়ে প্রতিবাদ করায় কুকুর মালিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ । সোমবার সকালে , বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে
স্থানীয় সূত্রে খবর, আনজিনা বেগমের বাড়ির কুকুরের উপরে অত্যাচার চালায় এলাকার মজিবর রহমান । কুকুরটির পিটে ধারারো অস্ত্র দিয়ে পিঠে কোপ মারে বলে অভিযোগ। যন্ত্রণায় কাতরাতে থাকে কুকুরটি। গ্রামেরই কিছু মানুষ এর প্রতিবাদ করেন। তার জেরে অভিযুক্তরা উল্টে তাঁদেরই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরবর্তীতে কুকুরের মালিক বানারহাট থানায় অভিযোগ দায়ের করে। এই বিষয়ে অভিযুক্ত মজিবর রহমান ক্যামেরার সামনে গোটা ঘটনা না বললেও তিনি মৌখিকভাবে জানান প্রতিদিন আমাদের বাড়িতে কুকুরটি আসা-যাওয়া করে এবং বিভিন্ন সময়ে বাড়ির গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন ঘরের আসবাবপত্র ফেলে দেয় তাই আমি বাধ্য হয়ে আজকে কুকুরটির উপরে কোপ মেরেছি। এবং তিনি আরো জানান কুকুরটির দেখভালেরও দায়িত্ব নিতে চাচ্ছেন তিনি।