খাদিমুল ইসলাম, ডুয়ার্স: ” উত্তরবঙ্গের গ্রামেগঞ্জে, চা বাগানে বনবস্তি,পাহাড়ে ছড়িয়ে আছে অসংখ্য ক্রীড়া প্রতিভা বিভিন্ন সময় সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রতিভার পরিচয় রেখেছেন। এমনি প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে প্রয়াস শুরু করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)।যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে এবং স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়া-র(সাই) ব্যবস্থাপনায় জলপাইগুড়িতে শুরু হতে চলেছে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন (কীর্তি) জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। মূলত এর মাধ্যমে ট্যালেন্ট আছে এমন ছেলে-মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৫ টি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলার রয়েছে ৪টি। ২২শে জুলাই থেকে ২৪ শে জুলাই পর্যন্ত বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন আর্চারি,অ্যাথলেটিক, ভলিবল ও ফুটবলের ক্ষেত্রে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ চালালো হবে। এছাড়াও ময়নাগুড়ি, রাজাগঞ্জ, মোহিতনগর ও খারিজা বেরুবারি স্কুলে ক্যাম্প করে চলবে অ্যাথলেট ও খেলোয়াড় তুলে আনার প্রয়াস। আর্চারি, অ্যাথলেটিক্স,, ফুটবল, ভলিবল খেলার মধ্যদিয়ে ট্যালেন্টেড খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া চলবে।