İstanbul escort bayan Adana Escort bayan

21 C
Kolkata
Saturday, January 25, 2025
বিশ্ব বাংলা নিউজজেলামোরাঘাট বনদপ্তর এর তরফে চলছে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

মোরাঘাট বনদপ্তর এর তরফে চলছে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

খাদিমুল ইসলাম,বানারহাট‌ ” বিশ্ব উষ্ণায়ন ভাবিয়ে তুলেছে সমগ্র মানবজাতিকে। যথেচ্ছ ভাবে বৃক্ষচ্ছেদনের মধ্যে দিয়ে নগরায়নের ফলে ভীষণভাবে বিঘ্নিত হয়ে চলেছে প্রাকৃতিক ভারসাম্য। সাম্প্রতিক গ্রীষ্মে দেশের অধিকাংশ রাজ্য চরম দাবদাহের শিকার হয়েছে। প্রকৃতিবিদরা মনে করছেন এইভাবে চলতে থাকলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা দেখতে হতে পারে মর্তবাসীকে। আরও বেশি বেশি করে বৃক্ষরোপণই এই ভয়ঙ্কর অবস্থা থেকে পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করতে পারে। এই কথা মাথায় রেখে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের উপর জোর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেও সারা রাজ্য জুড়ে চলছে বন মহোৎসব কর্মসূচি। সেই কর্মসূচিকে সামনে রেখেই পরিবেশের ভারসাম্য রক্ষা করার মধ্যে দিয়ে ‘সবুজ পৃথিবী’ গড়ে তুলতে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অভিনব উপায় বেছে নিল “জলপাইগুড়ির মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বনদফতরের তরফে চানাডিপা এক রামিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ” বেশ কিছু চারাগাছ রোপণ করা হয় ” এবং বিভিন্ন স্কুল ছাত্রীদেরকেও একটা করে বিভিন্ন পর্যায়ের চারা গাছ হাতে তুলে দেয় এবং গাছ হাতে পেয়ে ইস্কুলের বাচ্চাদের মধ্যে প্রচুর উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই বিষয়ে “মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন” পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ তাই বৃক্ষরোপণই বাঁচার একমাত্র উপায়।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles