জয়দীপ মৈত্র,বালুরঘাট:সরকারি টেলিকম সংস্থায় সিম পোর্ট , খুশি গ্রাহক বালুরঘাটে। এক ঝটকায় অনেকখানি বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম!। এমত অবস্থায় মাথায় হাত পড়েছে সাধারণের। প্রাইভেট মোবাইল টেলিকম সংস্থা গুলো এক ঝটকায় অনেকখানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার দরুন মাথায় হাত পড়েছে জন সাধারণের। একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থা গুলো। কেনো এতো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এইসমস্ত রিচার্জ প্ল্যান টা কেউ বলতে পারছে না!। রীতিমত নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণদের। তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে!। কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এমত অবস্থায় অতি সুরব মূল্যে ভারতীয় বাজারে তাদের রিচার্জ প্ল্যান এতিমধ্যে ঘোষণা করেছে। এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থা গুলোর গ্রাহকেরা তারা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে। একাধিক বিএসএনএল অফিস গুলোতে অন্যান্য প্রাইভেট কোম্পানির গ্রাহকেরা তারা ভিড় করছে এবং পোর্ট করছে তাদের সিম এই কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে। ঠিক একই ছবি ধরা পরলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসে। প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা পোর্ট করছে কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে। ঠিক একই ছবি ধরা পড়লো বালুরঘাটেও বহু প্রাইভেট টেলিকম সংস্থার গ্রাহকেরা তারা তাদের সিম পোর্ট করছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে ভিড় বাড়ছে বিএসএনএল অফিসে। এদিন এমনই এক গ্রাহকের সঙ্গে আমারা কথা বলি এই বিষয়ে বালুরঘাট শহরে এক নতুন বিএসএনএল গ্রাহক পার্থ কুন্ডু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান ভালো পরিষেবা পাচ্ছি বিএসএনএল থেকে। খুব ভালো লাগছে এই কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল সাধারণের কথা মাথায় রেখে খুব সুরব মূল্যে রিচার্জ প্ল্যান এনেছে। এমত অবস্থায় খুব সুবিদে হবে সাধারণের। অতি দ্রুত 4g পরিষেবা চালুর আরজি জানিয়েছে গ্রাহক পাশাপাশি পরিষেবা আরো অতি উন্নত মানের করতে হবে। এই বিষয়ে আর কি জানালেন শুনবো!!