মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়াঃ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই মুহূর্তে বাঁকুড়ার সাধারণ মানুষের কাছে অন্যতম ভরসার নাম ‘জীবন সুরক্ষা হাসপাতাল’। মঙ্গলবার এই বেসরকারী হাসপাতালে অত্যাধুনিক এম.আর.আই, নিউরো সার্জারি ও ওপেন হার্ট সার্জারি, অ্যাঞ্জিওগ্রাফি সহ অন্যান্য পরিষেবার সূচণা হলো। সূচণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ। জীবন সুরক্ষা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ২০০৫ সালে একটি ভাড়া বাড়িতে মাত্র ২০ টি বেড নিয়ে এই হাসপাতালের পথ চলা শুরু। বর্তমানে বাঁকুড়া-ছাতনা রোডের উপর শহরের কাটজুড়িডাঙ্গা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নিজস্ব ২৬০ বেড সহ অত্যানুধিক চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যে ধরণের পরিকাঠামো প্রয়োজন সব কিছুই রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
উল্লেখ্য, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘সুপার স্পেশ্যালিটি ব্লক তৈরী ও যন্ত্রপাতি এসে পৌঁছালেও এখনো তা চালু হয়নি। ফলে সাধারণ মানুষের এখন অন্যতম ভরসার জায়গা এই বেসরকারী হাসপাতাল গুলি। সেই জায়গায় জীবন সুরক্ষা হাসপাতালের আধুধিকীরণে অনেকেরই সুবিধা হবে। জরুরী প্রয়োজনে দুর্গাপুর-কলকাতা বা ভীন রাজ্যে ছুটতে হবেনা বলেই অনেকে মনে করছেন।