মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া:- বাঁকুড়া বনদপ্তর থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হলো বাঁকুড়া জেলা বন-মহোৎসব ২০২৪। শোভাযাত্রার পর বাঁকুড়া স্টেডিয়ামে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করলেন মন্ত্রী জোৎস্না মান্ডি, সিসিএফ সেন্ট্রাল সার্কেল এস কুনাল ডাইভল, বাঁকুড়া জেলা সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ বিশিষ্ট জানেরা। বন মোহৎসবের আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় বাঁকুড়ার রবীন্দ্রভবনে। সেখানে মন্ত্রী জোৎস্না মান্ডি সহ বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এস কুনাল ডাইভাল জানান, সরকারিভাবে এবছর মোট তিন লক্ষ চারা আমরা বাঁকুড়ায় রোপণ করছি, তাছাড়া আমরা প্রত্যেকটি সাধারণ মানুষকে অনুরোধ করবো আপনারা বিনামূল্যে সরকারি ভাবে চারা নিয়ে গিয়ে নিজের নিজের জায়গায় লাগান, এবছর মোট ৩০ থেকে ৩৫ লক্ষ চারা রোপন করা হবে বলে তিনি জানান।