মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়াঃ সাতদিন মাসির বাড়িতে কাটিয়ে ফের নিজগৃহে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিয়ম অনুযায়ী, সোমবার প্রভু জগন্নাথ দেব রাজগ্রামের গুণ্ডিচা মন্দির থেকে বের হয়ে রথে চেপে রওনা হয়েছেন বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের মন্দিরের উদ্দেশ্যে।
ইসকন পরিচালিত লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের উল্টো রথ ঘিরে বাঁকুড়া শহরের রাস্তায় মানুষের ঢল নেমেছে। প্রভূ জগন্নাথ দেবের রথের রশিতে টান দিচ্ছেন ভক্তরা। পূর্ব নির্দ্ধারিত পথেই এগিয়ে চলেছে রথ, এগিয়ে চলেছে উল্টো রথের শোভাযাত্রা।