মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: সোজা রথের মধ্য দিয়ে মল্লভূমি বিষ্ণুপুরে শুরু হয়ে যায় উলটো রথের কাউণ্ট ডাউন। উলটো রথকে ঘিরে ৮ পাড়া ও ১১ পাড়া মেতে উঠবে তাদের প্রতীক কে নিয়ে। আর এই উতসবের স্বাদ নিতে বিষ্ণুপুরে ভীড় জমবে হাজার হাজার মানুষের। ১১ পাড়ার প্রতীক এঁড়েগরু ও ৮ পাড়ার প্রতীক গড়ুর। এই দুই প্রতীকের লড়াই এর মধ্য দিয়ে মল্লরাজাদের প্রাচীন ভূমি জমে উঠেছে সকাল থেকেই। সন্ধ্যে থেকেই সুজ্জিত চৌডলে সওয়ার হয়ে নগর পরিক্রমা করবেন ১১ পাড়ার রথে রাধা মদন গোপাল জিউ এবং ৮ পাড়ার রথে রাধালাল, কৃষ্ণরায় গোবিন্দ জিউ। উলটো রথে বিষ্ণুপুর একেবারে জমজমাট।।।।
বিষ্ণুপুর রথ উতসব পালন হচ্ছে মল্লরাজাদের সময় থেকেই। মাধবগঞ্জের ১১ পাড়ার রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। সকালে মন্দির থেকে ঠাকুর বের করে রথে বসিয়ে রথের রশিতে টান দেওয়া হয়। সন্ধ্যে নামলেই বর্নাঢ্য শোভাযাত্রা করে ঠাকুর ঘুরবে সারা বিষ্ণপুর শহর। অন্যদিকে কৃষ্ণগঞ্জের রথে সওয়ার হন রাধা লাল জিউ, কৃষ্ণ রায় ও গোবিন্দ রায় জিউ। সকালে চলে রথের রশিতে টান দেওয়ার পর্ব। সন্ধ্যে নামলেই সুজ্জিত চৌডালে সারা শহর ঘুরবে ঠাকুর। দুই পাড়ার মধ্যে রয়েছে প্রতীকি লড়াই। দুই পাড়ার মধ্যে কে বেশী জমজমাটি করবে তার লড়াই। আলোকসজ্জা ও বাদ্য যন্ত্রের লড়াই। ১১ পাড়া মেতে উঠবে তাদের প্রতীক এঁড়ে গরুকে নিয়ে অন্যদিকে ৮ পাড়া মেতে উঠবে গড়ূর নিয়ে। প্রশাসনের বেঁধে দেওয়া রুট ধরে দুটি পৃথক পাড়ার রথ বিষ্ণুপুর ঘুরবে পৃথক রাস্তা ধরে। সারা শহরে নিরাপত্তার জন্য থাকবে পুলিশি ব্যবস্থা। এই দুই পাড়ার উলটো রথ কে ঘিরে জমে উঠেছে বিষ্ণুপুর।