খাদিমুল ইসলাম,বানারহাট: – বন্য হাতির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন বানারহাট ব্লকের চানাডিপার কৃষকরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর হাতির দলবেঁধে চলে আসে জঙ্গলের ধারে পরবর্তীতে রাত হলেই
নদী পেরিয়ে চলে আসে কৃষি খেতে। তাণ্ডব চালায় ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করছে ধানের বীজতলা। এতে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা। এ অবস্থায় ঢাকঢোল বাজিয়ে ও পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এলাকাবাসী। গত দুই তিন মাস ধরেই বন্য হাতি খাবারের সন্ধানে হানা দিচ্ছে লোকালয়। কয়েক দিনের অব্যাহত হাতির অত্যাচারে চানাডিপাই বিনষ্ট হয়েছে একাধিক কৃষি ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়ছেন জঙ্গল লাগুয়ার ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, প্রতি মৌসুমে বন্য হাতির দল আমনের বীজতলা, আমনের ধানক্ষেত, বোরো আবাদ এমনকি গাছের কাঁঠাল পর্যন্ত খেয়ে সাবাড় করে ফেলে। খাদ্যের সন্ধানে অভুক্ত হাতিগুলো লোকালয়ে এসে ছুটোছুটি করে। হাতির তাণ্ডবে এখন তাদের রাত কাটে নির্ঘুম।, প্রতি বছর বন্য হাতিগুলো ফসলের ব্যাপক ক্ষতি করে। তারা বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতার দাবি জানান।