নিজস্ব প্রতিনিধি,বানারহাট”: ধুপগুড়ি রেল স্টেশন চত্বর এলাকায় একটি দোকানে কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করতো আমিনুল নামে এক স্থানীয় যুবক। অনেকেই তার কাছ থেকে ট্রেনের টিকিট কাটতো। সেই সূত্রে কেরালায় কাজে যাওয়ার জন্যে তার দোকান থেকে অনলাইনে টিকিট কেটেছিল ধুপগুড়ি ব্লকের বেশ কয়েকজন যুবক, যারা কেরালায় যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। জানা গিয়েছে, রবিবার ট্রেন কেরালায় ঢোকার সময় টিকিট পরীক্ষক ও রেলপুলিশ ওই কাজে যাওয়া যাত্রীদের কাছ টিকিট দেখতে চান, তারা ব্যাগ থেকে টিকিট বের করে দিলে টিকিট পরীক্ষক কেরালার পালঘাট রেল স্টেশনে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। তারা জানতে পারে, তাদের টিকিটগুলি জাল! তারা প্রতারণার শিকার হয়েছেন!
ধুপগুড়ি ব্লকের প্রতারিত ওই ট্রেন যাত্রীরা ফোনে অভিযোগ করেন আমিনুল নামে এই যুবকের কাছ থেকেই তারা টিকিট কেটেছিলেন ।তবে টিকিট কেটে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল ওই যুবক, তারা তা বুঝতে পারেননি । অনেকেই তার দোকান থেকে টিকিট কাটতেন। এদিকে কয়েকবার ওই অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।