খাদিমুল ইসলাম,বানারহাট – দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবস্থা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে এসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভরত এলাকাবাসীদের দাবি এই দুরামারি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বারবার স্বাস্থ্য দপ্তরের উচ্চপর্যায়ে অভিযোগ জানিয়েও কোন কাজ হচ্ছে না। বানারহাট ব্লকের এই স্বাস্থ্য কেন্দ্রে যেমন কর্মীর অভাব রয়েছে তেমনি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসেন না। তার বদলে ডাক্তার দেখাতে আসা রোগীদের ওষুধ দেন ওই স্বাস্থ্য কেন্দ্রের নার্স। ফলে ওই ওষুধ খেয়ে যেকোনো সময় কোন রোগী বিপদে পড়তে পারেন বলে তাদের আশঙ্কা। এদিন স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রে এসে কর্তব্যরত নার্সের কাছে চিকিৎসকের অনুপস্থিতির কারণ জানতে চান। স্থানীয়দের দাবি এই স্বাস্থ্য কেন্দ্রের উপরে আশেপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু এখানকার কর্তব্যরত চিকিৎসক মাঝেমধ্যে অনুপস্থিত থাকেন, স্বাস্থ্য কেন্দ্রের কর্মীর অভাব রয়েছে, স্বাস্থ্যকর্মের পরিকাঠামো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোন মাথা ব্যথাই নেই। এতে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এদিন এসব ঘটনার প্রতিবাদ করতেই স্থানীয়রা এই উদ্যোগ নেন বলে জানিয়েছেন। এদিন টানা ২ ঘন্টা বিক্ষোভ চলে।৷ ধুপগুড়ির বি এম ও এইচ ডা: অঙ্কুর চক্রবর্তী জানান, ” ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অসুস্থ তাই তিনি ছুটিতে রয়েছেন। আমি বাসিন্দাদের লিখিতভাবে তাদের দাবি জানাতে বলেছি। তাদের দাবি পত্র পেলে উউর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।