জয়দীপ মৈত্র,বালুরঘাট: কথায় আছে রক্ত দান এক মহান দান। কথাটা যেনো আরো একবার আজ প্রমাণিত হলো। ঘটনাটি ঘটেছে এদিন সোমবার জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে। জানাযায় এক ১৫ বছর থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে রক্ত দান করল শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুরজ সাহা। এদিন পরিবার সূত্রে যোগাযোগ করা হয় পথের দিশা ফাউন্ডেশনের সঙ্গে। পরবর্তীতে পথের দিশা ফাউন্ডেশন সুরজ সাহা কে যোগাযোগ করে রক্ত টি পাওয়ার ব্যবস্থা করে দেয়। বাচ্চাটি বয়স ১৫ বছর বাচ্চাটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত এদিন পরিবার বাচ্চাটিকে ব্লাড ব্যাংকে নিয়ে আসে রক্ত দেবার জন্য কিন্তু যথা গ্রুপের রক্ত না থাকায় ডোনার লাগবে বলে জানানো হয়। এই খবর পৌঁছে যায় পথের দিশা ফাউন্ডেশন এর কাছে ফাউন্ডেশন যোগাযোগ করে সুরুজ সাহার সঙ্গে। খবর পেয়ে বাচ্চাটিকে রক্ত দিয়ে প্রাণে বাঁচায় সুরজ সাহা । জানা যায় এর আগেও একাধিকবার রক্তদান করেছেন সুরজ সাহা।