নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দমদমদ:দক্ষিণ দমদম পৌরসভার অর্ন্তগত ১৪নং ওয়ার্ডের পৌর প্রতিনিধির ব্যাবস্থাপনায় আজ রথযাত্রার পূন্যলগ্নে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজো ভক্তি সরুপ পালিত হলো এবং মহাপ্রভুর মহাপ্রসাদ সমগ্র অঞ্চলের ভক্তবৃন্দদের মধ্যে নিজ হাতে বিতরণ করলেন ১৪নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুকান্ত (রাজু) সেনশর্মা,প্রাক্তন পৌরপ্রতিনিধি জয়ন্তী সেনশর্মা সহ বিশিষ্টজনেরা।