নিজস্ব প্রতিনিধি,দমদম:‘২১শে জুলাই শহীদ স্মরণে’ঐতিহাসিক জনসভাকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আজ দক্ষিণ দমদম পৌরসভার ১৪নং ওয়ার্ডের একাধিক দেওয়াল লেখন শুরু করলেন দক্ষিণ দমদম টাউন (দমদম বিধানসভা)তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১৪নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মাননীয় সুকান্ত(রাজু)সেনশর্মা।