মোহাম্মদ শাহজাহান আনসারী ,বাঁকুড়া:- বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের গেটের সামনে NEET রেজাল্টের দূর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ করা হয় যামিনী রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এদিন বিক্ষোভের মাধ্যমে তাঁরা এই বিষয়ের প্রতিবাদ জানায়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সেখ নয়িম হোসেন সহ রাঘব সিংহ, আমির খান, চিন্ময় ঘোষ এবং আকাশ মন্ডলসহ আরও অনেকে। এই বিক্ষোভে সামিল হয়ে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সেখ নয়িম হোসেন কি বললেন শুনে নেওয়া যাক।