মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া :- শুভ রথযাত্রার দিন সকালেই দলবল নিয়ে বেরিয়ে পড়ল গ্রীন অ্যাম্বুলেন্স নিয়ে।
কি এই গ্রীন অ্যাম্বুলেন্স?
পরিবেশের অবস্থা দিনকে দিন যেন খারাপ হয়ে যাচ্ছে। তীব্র দাবদাহে মানুষ কেন গোটা প্রাণীকুলের অবস্থাই শোচনীয় হয়ে পড়েছে। যেহারে যথেচ্ছাচারে গাছ কাটা হচ্ছে, তার সেই প্রভাব পড়ছে এই পৃথিবীর উপর। মানুষ যদি এখনই সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে।
তাই এই রথযাত্রার দিনকে বেছে নিয়ে, কোন রাজনৈতিক দলের রং না লাগিয়ে, শুধুমাত্র পরিবেশের কথা ভেবে এই কাজের উদ্যোগ নিল বাঁকুড়ার বেলিয়াতোড় লেজেন্ড 40+ টিম। এদিন একটি গাড়িকে গ্রীন অ্যাম্বুলেন্স বানিয়ে সেখানে কিছু গাছ নিয়ে বেরিয়ে পড়ল পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে।
এর পাশাপাশি সকালে একটি পথসভা বেরিয়ে পুরো বেলিয়াতোড় এলাকা পরিদর্শন করে এবং বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেছিল এই পথসভাতে।
এদিন বেলিয়াতোড় হাই স্কুলের ফুটবল ময়দানের চারিপাশে গাছ লাগানো হয়েছে। উপস্থিত ছিলেন- বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ, বড়জোড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী, বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক সি।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌমিত্র খাঁ বলেন, সাংসদ তহবিল থেকে 30 লক্ষ টাকা দিয়ে বেলিয়াতোড় হাই স্কুলের ফুটবল ময়দানের বাউন্ডারিটা তিনি দিয়ে দেবেন।
এখানে সৌমিত্র খাঁর বাইট……
আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক সি। তিনি কি জানাবেন শুনুন।
বাইট গ্রাম পঞ্চায়েতের প্রধানের…….
এদিন বেলিয়াতোড় লেজেন্ড 40+ টিমের সদস্যরা আজকের এই বিষয় নিয়ে কি বললেন শুনে নেব।
এখানে সাদা পাঞ্জাবি পড়া লোকটার বাইট…..
পরিবেশ সচেতনতার বিষয়ে এল গ্রীন অ্যাম্বুলেন্স, রাজনৈতিক ভেদাভেদ না করে উদ্যোগকে সাধুবাদ নেতাদের ।
রাজনীতির উর্ধ্বে গিয়ে পরিবেশকে রক্ষা, বেলিয়াতোড়ের অনুষ্ঠানে সামিল বিভিন্ন নেতৃত্বরা।।