নিউজ ডেস্ক : গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে খরদহ ও হাওড়া থেকে দুজনকে আটক করে, যারা মুক্তিপনের জন্য জামশেদপুরের একজন ব্যক্তিকে অপহরণ করে।আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি দেশীয় ফায়ার আর্মস,ছয় রাউন্ড গোলাবারুদ,একটি ভোজালি, কয়েকটি মোবাইল ফোন,ব্যাংকের চেকবইসহ বিভিন্ন নথি,২০০টির বেশি ফোন নাম্বার,ডেবিট ও ক্রেডিটকার্ড উদ্ধার করে।